আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারী লেখকের লেখা বই নিষিদ্ধ করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। মানবাধিকার এবং যৌন হয়রানির বিষয়ে শিক্ষাদানকেও বেআইনি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন বলছে, ‘শরিয়া বিরোধী এবং তালেবান নীতির’ বিপরীত বলে প্রমাণ হওয়া বইগুলো নিষিদ্ধ করা হয়েছে। সবমিলিয়ে নিষিদ্ধ হওয়া ৬৮০টি বইয়ের মধ্যে ‘রাসায়নিক পরীক্ষাগারে সুরক্ষা’–এর মতো শিরোনামসহ প্রায় ১৪০টি নারী লেখকের বই ছিল। বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে, ১৮টি বিষয়ে তাদের পড়ানোর আর অনুমতি নেই। একজন তালেবান কর্মকর্তা বলেছেন, ‘শরিয়া নীতির সঙ্গে সাংঘর্ষিক’ হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চার বছর আগে ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার নারীশিক্ষা নিয়ে কঠোর পদক্ষেপ নিতে শুরু করে। এরই ধারাবাহিকতায় এল এবার বই নিষিদ্ধের সিদ্ধান্ত। চলতি সপ্তাহেই তালেবানের সর্বোচ্চ নেতার নির্দেশে কমপক্ষে ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট...