ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান থেকে গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সহিংসতার ধারায় ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৬৫ হাজার ১৪১ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে অনেকের মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না। গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ২২৮ জন, ফলে এ পর্যন্ত আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জনে। মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সময়ও ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৮ জন নিহত এবং ৩৩ জনের বেশি আহত হয়েছেন। ২৭ মে থেকে শুরু হওয়া এ ধরনের ত্রাণবাহী হামলায় মোট নিহতের সংখ্যা ২ হাজার ৫১৩ জন এবং আহতের সংখ্যা ১৮ হাজার...