বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই পাকিস্তানের মডেল ও শোবিজ তারকা সাবান উমাইস ও আবির আসাদ খান বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে সাবান উমাইস বলেন, “আমি আর আবির আমাদের আলাদা পথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য শুভকামনা; আমাদের বিচ্ছেদ প্রক্রিয়া চলমান।” সাবান ও আবির মূলত মডেলিং করেই ব্যাপক পরিচিতি পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সাত মাসের মাথায় এসে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, যা তাদের ভক্তদের মধ্যে চরম ধাক্কা সৃষ্টি করেছে। বিয়ের সময় সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, আবির গোলাপি–সোনালি এমব্রয়ডারি পোশাক, মানানসই দুপাট্টা ও খুসসা জুতা পরে...