নারায়ণগঞ্জ ও তার আশপাশের কিছু অঞ্চলে আজ রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শুরু হয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত, অর্থাৎ মোট আট ঘণ্টা এই পরিস্থিতি চলবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেমরা-সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ভাল্ভ স্টেশনগামী ১০ ইঞ্চি, ১২ ইঞ্চি ও ১৪ ইঞ্চি মুখ্য বিতরণ পাইপলাইনের অংশবিশেষ বিচ্ছিন্নকরণ কাজে জরুরি মেরামত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই জরুরি মেরামতের কারণে...