রাশিয়ার কামচাতকা অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ভূমিকম্পের পরপরই ওই উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রয়টার্স জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে স্থানীয় সময় সকাল ৬টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি ঘটে। এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এরপর ৫ দশমিক ৮ মাত্রার বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। তবে রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। এদিকে কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, সব জরুরি সেবা সংস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আরো পড়ুন :রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের উপকূলের বিভিন্ন এলাকায় ৩০ থেকে ৬২ সেন্টিমিটার উচ্চতার সুনামির ঢেউ আঘাত হেনেছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের...