চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৪২৯ জন এবং হল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। ড. কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, মোট ১ হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছে ৯৩১টি। তবে এখন পর্যন্ত সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই তথ্য জানানো হয়নি। এর আগে, বিভিন্ন ছাত্র সংগঠন যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বৈচিত্র্যের ঐক্য পরিষদ, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য এবং স্বতন্ত্র...