বলিউডের জনপ্রিয় তারকা জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৩ সালে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন জুটিগুলোর একটি হয়ে ওঠেন প্রিয়াঙ্কা-অক্ষয়। রোমান্টিক-ড্রামা ঘরানারা ‘আন্দাজ’, থ্রিলার ঘরানার ‘এতরাজ’, পারিবারিক গল্পের ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’, ‘মুঝসে শাদি করোগে’ সিনেমায় এ জুটির রসায়ন আলাদাভাবে নজর কাড়ে। এ জুটির রসায়ন দর্শকরা যেমন পছন্দ করতেন, তেমনি নির্মাতারাও বিশ্বাস করতেন তারা বক্স অফিসে সফলতা ও স্মরণীয় অভিনয়—দুটো দিতেই সক্ষম। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয়ের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।আরো পড়ুন:অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেলতারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকা অভিনেতা হবে কুকুরের মতো, পূজা ভাটের নির্যাতন প্রসঙ্গে মুজাম্মেল তারকাখচিত প্রিমিয়ারে শাহরুখ পুত্রের বিদেশি প্রেমিকা প্রিয়াঙ্কা-অক্ষয়ের সিনেমার সাফল্যের পর দুই তারকার মাঝে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।...