‘অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজার উন্নত হতে পারেনি’ এমন মন্তব্যের পর এবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, ‘দীর্ঘদিনের অনিয়ম ও অবহেলা পুঁজিবাজারকে সংকুচিত ও পঙ্গু করে রেখেছে। এ থেকে উত্তরণে বর্তমান সরকারের আমলে কিছুটা আসার আলো দেখছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ডিএসইতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সঙ্গে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএপিএলসির প্রেসিডেন্ট রূপালী হক চৌধুরীর নেতৃত্বে সমিতিটির নির্বাহী কমিটির এবং ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ডিএসইর চেয়ারম্যান বলেন, পুঁজিবার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদার) ড. আনিসুজ্জামানকে পুঁজিবাজার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। বাজেটে পুঁজিবাজারের জন্য কিছু ইতিবাচক পরিবর্তন আমরা দেখেছি। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিএসইসিসহ সব পক্ষই আন্তরিকভাবে কাজ করছে। এ ছাড়াও রেগুলেটরি...