আগামী ১২০ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও উত্তর বঙ্গোপসাগরের ওপর বায়ুপ্রবাহ মোটামুটি সক্রিয় রয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। এই সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশ এবং রাজশাহী, খুলনা ও বরিশালের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা প্রায়...