১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম গাজার ভেতরে চলমান ইসরায়েলি হামলার কারণে লক্ষাধিক মানুষ এখন বিশ্বের সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পরিস্থিতি কেবল সাধারণ মানুষকে তথ্যপ্রবাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে না, বরং তাদের জীবনে আরও বড় সংকট তৈরি করছে। ইউরো-মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটরের তথ্য অনুযায়ী, ইসরায়েলি সেনারা গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রবেশ করার পর প্রায় ৮ লাখ ফিলিস্তিনিকে সম্পূর্ণভাবে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সংগঠনটি জানায়, চলমান বোমাবর্ষণ, আবাসিক ভবন ধ্বংস এবং যোগাযোগ অবকাঠামো ভেঙে ফেলার কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের সামরিক অভিযানের অংশ হিসেবে, যা গাজা শহরে আরও একবার মানবিক সংকটকে প্রকট করেছে। আল জাজিরা আরবিকের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের প্রবেশের পর গাজার উত্তর-পশ্চিমাঞ্চলে মোবাইল...