১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ এএম গতকাল বৃহস্পতিবার, বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের চক দুর্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের পুত্র টিন মিস্ত্রি মুক্তার হোসেন( ৫৫) শোবার ঘরের ভিতরে মাটির ঘরের দেয়ালে ইঁদুরের গর্তে গ্যাস ট্যাবলেট দিয়ে গর্ত পূরণের সময় বিষাক্ত সাপের দংশনে মারা যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল হালিম সরকার বলেন,বাড়িতে আত্মীয় আসবে বলে ঘরের দেওয়ালের গর্ত বন্ধ করছিলেন মুক্তার হোসেন। গর্তের মধ্যে গ্যাস ট্যাবলেট দিয়ে বন্ধ করার সময় সাপে দংশন করে। কিন্তু তিনি মনে করেছিলেন ইঁদুর কামড় দিয়েছে।পরে গোসল করে বাড়িতে শুয়ে ছিলেন।এ সময় তার শরীরে বিষের জ্বালা বাড়তে থাকলে বাড়ির লোকজনকে বিষয়টি জানায় মুক্তার হোসেন তাৎক্ষণিক ভ্যান যোগে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার...