১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম ওপেনিংয়ে নেমে বিস্ফোরক ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম তুললেন ইয়ান ফ্রাইলিঙ্ক। শেষ দিকে ঝড় তুললেন রুবেন ট্রাম্পেলমান। তাদের নৈপুণ্যে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড সংগ্রহ গড়ে হোয়অইটওয়াশ এাড়াল নামিবিয়া। বুলওয়ায়োতে বৃহস্পতিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ২৮ রানে জিতেছে নামিবিয়া। প্রথম দুই ম্যাচ জিতে অবশ্য সিরিজ জয় আগেই নিশ্চিত করে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৪ রান করে নামিবিয়া। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ সংগ্রহ। ৬টি ছক্কা ও ৮টি চারে ৩১ বলে ৭৭ রান করেন ফ্রাইলিঙ্ক। ইনিংসের পথে ১৩ বলে ফিফটি করে গড়েন অনেকগুলো রেকর্ড। ২৪ বলে ৪টি ছক্কা ও ৩টি চারে ৪৬ রান করেন ট্রাম্পেলমান। রান তাড়ায় শন উইলিয়ামস ২ ছক্কা ও ১০...