৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দেশের আট বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের মোট ২৫৬ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে হলে প্রবেশ করতে হবে। দেরি করে আসলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। প্রবেশপত্রের তথ্য ও ছবির সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর যাচাই করা হবে। কোনো গরমিল পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রবেশপত্রে পরীক্ষার হল ও কক্ষ নম্বর আগে থেকেই এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। হলে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। আরো পড়ুন :বাংলাদেশ ও চীন হাতে...