রাজশাহীর গোদাগাড়ীতে দুই বিদ্যালয়ের খেলার মাঠ থেকে মাটি তুলে গভীর গর্ত করার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানেই এসব মাটি উত্তোলন চলছে বলেও অভিযোগ স্থানীয়দের। তবে প্রশাসনের দাবি, ওই মাঠের মাটি কেটে নির্মাণ করা হচ্ছে শিশুপার্ক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০/২৫ দিন আগে উপজেলার চর আষাড়িয়াদহের কানাপাড়া প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠের মাটি কেটে অন্যত্র ফেলা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বয়ং দাঁড়িয়ে থেকে মাঠ থেকে মাটি তুলে স্কুলের আর একটি খাল ভরাট করেছেন। এতে স্কুলের মাঠে প্রায় গভীর গর্ত তৈরি হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই গর্ত এখন গভীর পুকুরে রূপ নিয়েছে। ফলে চারপাশের মাটি ধস এবং সরকারের অর্থায়নে নির্মিত বিদ্যালয়ের দুটি ভবনও ঝুঁকিতে পড়েছে। স্থানীয় বাসিন্দা আঙ্গুর...