মানুষের অন্যতম মানসিক চাহিদা অন্যের সঙ্গ লাভ। কিন্তু কখনো মানুষ পরিবার, বন্ধুবান্ধব বা আত্মীয়-স্বজনের সঙ্গে থেকেও একাকী অনুভব করে।একাকিত্ব জীবনের এক রহস্যাবৃত অধ্যায়। এক দিনে কেউ একা হয়ে যায় না; বরং একাকিত্বের দিকে জীবন গড়ায় অবহেলা, অপমান বা অতি নিকটতমদের অপছন্দের মাত্রা ছাড়ায় যখন। আবার কেউ কেউ হয়তো জানেই না কেন একাকিত্ব অনুভূত হয়। প্রযুক্তির বিকাশের এ যুগে একাকিত্ব থেকে পরিত্রাণ পেতে মানুষ দ্বারস্থ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের। প্রযুক্তিগতভাবে মানুষ কাছাকাছি এলেও প্রকৃত যোগাযোগ এবং সহানুভূতির অভাব মানুষ কে আরো একাকী করে তুলছে। বর্তমানে এটি যেন মানসিক ব্যাধিতে পরিণত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একাকিত্বকে স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি হিসেবে চিহ্নিত করছে। একাকিত্বের দীর্ঘস্থায়িতা হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের আশঙ্কা কয়েক গুণ বৃদ্ধি করে। কখনো কখনো একাকিত্বের ভুক্তভোগী ব্যক্তি নেশা...