মানবজাতির ইতিহাসে নবী-রাসুলদের আগমন সর্বদাই মানবতার মুক্তি ও পথপ্রদর্শনের জন্য হয়েছে। তারা মানুষকে এক আল্লাহর উপাসনা, নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে যুগোপযোগী দিকনির্দেশনা প্রদান করেছেন। তার উপদেশ শুধু তৎকালীন আরব সমাজকে নয়, বরং সমগ্র মানবজাতিকে পথ দেখিয়েছে এবং কেয়ামত পর্যন্ত তা আলোর দিশা হয়ে থাকবে। নবীজির জীবনযাত্রা ও বাণী উম্মতের জন্য অমূল্য সম্পদ। তিনি যেসব উপদেশ দিয়েছেন, সেগুলো একদিকে যেমন আধ্যাত্মিক উন্নতির সোপান, অন্যদিকে সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জন্য আলোকবর্তিকা। তার নির্দেশনা কেবল নামাজ, রোজা, হজ কিংবা জাকাতের মতো ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের ক্ষুদ্রতম বিষয় থেকেও তিনি শিক্ষা দিয়েছেন। মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে, পরিবারকে কীভাবে সময় দিতে হবে, কীভাবে নিজের প্রবৃত্তিকে...