অন্তর্বর্তী সরকার দেশর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়গুলোতে সংগীত, শারীরিক শিক্ষা এবং চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দেয় সরকার। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশের একাধিক ইসলামিক দল দাবি তোলেন ―প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিদ্বেষী সিদ্ধান্ত। সরকারের এমন সিদ্ধান্ত বাতিলের জন্য রাজধানীতে বিভিন্ন স্থানে মিছিল করে ইসলামি দলগুলো। এ সিদ্ধান্ত থেকে সরে আসার পক্ষে-বিপক্ষে সামাজিক মাধ্যমে অনেকেই নানা কথা বলছেন। যা থেকে বাদ যাননি শোবিজ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেত্রী দীপা খন্দকার। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। যেখানে লেখা, ‘গানের শিক্ষক নয়। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন।’ অভিনেত্রী দীপা খন্দকার ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও...