১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ এএম এশিয়া কাপের ১৭তম আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে ভারত ও ওমান। এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে দেখা হচ্ছে দু’দলের। প্রথম দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। তবে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ওমান। আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দল দুটি। স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে বিধ্বস্ত করে টিম ইন্ডিয়া। টানা দুই জয়ে সুপার ফোরের টিকিট সহজেই পায় ভারত। সুপার ফোর নিশ্চিত হয়ে যাওয়ায় ওমানের বিপক্ষে ম্যাচের একাদশে পরিবর্তন আনবে ভারত। রিজার্ভ বেঞ্চ পরীক্ষা করে নেওয়ার ইঙ্গিত দিলেন...