ভারত ও পাকিস্তানের মাঝে রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত সকল ধোঁয়াশা কাটিয়ে মাঠে গোড়ায় এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই। গ্রুপ পর্বতে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। তবে ম্যাচ শেষে হাত মিলানোকে কেন্দ্র করে আলোচনা চলে টুর্নামেন্ট বয়কট পর্যন্ত। এবার চলতি এশিয়া কাপে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। ইতিমধ্যে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে টুর্নামেন্টের সুপার ফোর নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামীকাল শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড। এরপর দিনই অর্থাৎ রোববার (২১ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দুই দল ভারত ও পাকিস্তান। এর আগে গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়ে ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে...