১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ এএম রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মুহূর্তেই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই সতর্কতা প্রত্যাহার করে নেয়। ভূমিকম্পের প্রভাব নিয়ে রাশিয়াসহ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দেশের মধ্যে প্রথমে শঙ্কা দেখা দিলেও পরে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা ধ্বংসাত্মক সুনামির ঝুঁকি নেই। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল কামচাতকার পেট্রোপাভলভস্ক শহর থেকে প্রায় ৯০ মাইল পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। ভূমিকম্পের শক্তি এতটাই প্রবল ছিল যে, শুরুতে সুনামির আশঙ্কা করা হয় এবং সতর্কতা জারি করা...