সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনার ডেরেক লো ইউ সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, লজিস্টিকস এবং বন্দর ব্যবস্থাপনা ও লজিস্টিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পোশাকশিল্পে শ্রমসংক্রান্ত ইস্যু, মার্কিন শুল্ক ও পোশাকশিল্প-সংক্রান্ত সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক রুমানা রশীদ। আলোচনার অন্যতম বিষয় ছিল বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের সহযোগিতা। বৈঠকে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সঙ্গে ছিলেন সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি, সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি অফিসার, সাউথ এশিয়া অ্যান্ড সাব সাহারান আফ্রিকা ডাইরেকটরেট, টিএএল দায়ে আর্ন এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট পার্টনার, সাউথ এশিয়া, বেনজামিন চু। সিঙ্গাপুরের হাইকমিশনার জানান, সিঙ্গাপুর সরকার...