ফিলিস্তিনের গাজা সিটির মধ্যাঞ্চলে দুই দিক অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রয়টার্সকে জানান, কয়েকটি পদাতিক বাহিনী ট্যাঙ্ক ও আর্টিলারি নিয়ে গাজা সিটির আরও ভেতরে প্রবেশ করছে। প্রতিবেদন বলছে, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশিম দিক থেকে গাজা সিটিতে প্রবেশ করছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া, হামাসকে চাপে রাখতে স্থল অভিযানের পাশাপাশি অবিরত বিমান হামলা চালাচ্ছে আইডিএফ। আর সেখানকার ফিলিস্তিনিদের জোরপূর্বক আরও পশ্চিমে পাঠানো হচ্ছে। এ অবস্থায়, গাজা সিটির আতঙ্কিত বাসিন্দারা বাস্তুচ্যুত হয়ে মধ্যাঞ্চলের নুসেইরাতের দিকে যাচ্ছে। সম্প্রতি গাজা সিটি দখলে ব্যাপক অভিযান শুরু করে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় চলছে...