টরন্টো উৎসবের পর এবার জমকালো আয়োজনে শুরু হলো এশিয়ার শীর্ষ চলচ্চিত্র আসর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার বুসানের হায়েউন্দে-গুর সিনেমা সেন্টারে বসে এবারের উৎসবের ৩০তম আসর। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান-উকের ‘নো আদার চয়েজ’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করে উৎসবটি। এ আসরে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো সিনেমা না থাকলে দেশ থেকে বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে প্রতিনিধিত্ব করছে তিন সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য ছবি। এ ছাড়া বুসান উৎসবে প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন করা হয়েছে ‘জুলাই মেমোরিয়াল প্রাইজ’। উৎসব চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। যেখানে ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মোট ৩২৮টি চলচ্চিত্র। নানা চমকে ঘেরা এবারের প্রথমবার চালু হলো আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ। এশিয়ার ১৪টি চলচ্চিত্র পাঁচটি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মোট অর্থমূল্য ১১ কোটি...