উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি ও বরেণ্য চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। বাবার রচিত ‘দিঠির খাতা’য় লেখা ১৭টি গান নিয়ে কাজ করছেন মেয়ে। এই ১৭টি গানের মধ্যে ‘রবী ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ শিরোনামের তিনটি গানের কাজ শেষ করেছেন এই গায়িকা। তিনটি গানেরই সংগীত পরিচালনা করেছেন অপু আমান। দিঠি জানান, এই ১৭টি গানের মধ্যে পাঁচটি দেশের গান ও পাঁচটি আধুনিক গান নিয়ে কাজ চলছে। সব গান দিঠি গাইবেন। কোনো কোনো গানের প্রয়োজনে দিঠির সঙ্গে সহশিল্পীও থাকতে পারেন। আধুনিক গান ‘মেঘলা আকাশ’ ও দেশাত্মবোধক গান ‘আমি যেন বাতাসের সুর হয়ে বাংলার গান গাই’ গানটিতেও সহশিল্পী হিসেবে আছেন অপু আমান। ‘রবী ঠাকুর’ গানটি দিঠির একক গান। এদিকে বাবাকে নিয়ে এরই...