বাণিজ্য, বেসামরিক পারমাণবিক শক্তি ও নতুন প্রযুক্তি অংশীদারত্ব নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এতে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি চুক্তিগুলো ওয়াশিংটন-লন্ডনের জন্য অর্থনৈতিকভাবে কার্যকর বলে দাবি ট্রাম্পের। একে ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি বলছেন স্টারমার। বিবিসি জানিয়েছে এসব খবর। যুক্তরাজ্য সফরের শেষদিনে বৃহস্পতিবার চেকার্সে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে প্রযুক্তি অংশীদারত্বে ২৫০ বিলিয়ন পাউন্ডের চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা। এছাড়া ট্রাম্প-স্টারমার সই করেন বাণিজ্য ও বেসামরিক পারমাণবিক শক্তি সংক্রান্ত একটি চুক্তিতে। এই সফরের মধ্যে দিয়ে ওয়াশিংটন-লন্ডনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। দাবি করেন, স্বাক্ষরিত চুক্তিগুলো অর্থনৈতিকভাবে দুই দেশের জন্যই কার্যকর। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের সরকার প্রধান। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা চিরকালের বন্ধু।...