চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকেই পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ। বিভিন্ন ছাত্র সংগঠন প্রার্থী চূড়ান্তকরণে ব্যস্ত সময় পার করছে। ইতোমধ্যে কয়েকটি সংগঠন প্যানেল ঘোষণা করেছে, বাকিরা নিচ্ছেন প্রস্তুতি। তবে এবারের নির্বাচনে যেসব বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম অনাবাসিক শিক্ষার্থীদের ভোটদান এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। সংশ্লিষ্টরা মনে করছেন, চাকসু নির্বাচনের ফল নির্ধারণে বড় ধরনের ভূমিকা রাখবেন এই শিক্ষার্থীরাই।বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার ৫১৫ জন শিক্ষার্থীর জন্য আবাসিক হল রয়েছে মাত্র ১৪টি, যেখানে আসনসংখ্যা প্রায় ৬ হাজার ৩৬৯টি। নানাভাবে ভাগাভাগি করে সর্বোচ্চ ৯ হাজার শিক্ষার্থী হলে অবস্থান করতে পারলেও বাকি প্রায় ১৯ হাজার শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করছেন, যাদের বড় একটি অংশ শহরে বসবাস করছেন। অনেকেই গ্রামে থাকা কটেজ ছেড়ে...