বাংলাদেশ ও ভারতীয় চলচ্চিত্রের দ্যুতিময় তারকা জয়া আহসান যেন চলতি বছরটাই নিজের দখলে রেখেছেন। দুই বাংলায় সমান সমাদৃত এই তারকা কলকাতার সিনেমায় অভিনয় করে যেমন দর্শক ও সুধী মহলের ভূয়সী প্রশংসা অর্জন করছেন, তেমনি প্রতি বছরেই একাধিকবার বগলদাবা করে নিচ্ছেন সেখানকার সেরা অভিনেত্রীর পুরস্কার। বাংলাদেশেও সেরা অভিনেত্রী হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। সিনেমায় অভিনয়, দেশ-বিদেশে প্রশংসার পাশাপাশি মডেলিংয়েও মুগ্ধতা ছড়াচ্ছেন চিরসবুজ এই তারকা। সম্প্রতি জয়া তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে পুনঃনিযুক্ত হয়েছেন। ২০২২ সালে প্রথমবার এ দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ধারাবাহিকভাবে ইউএনডিপির সঙ্গে কাজ করে আসছেন। তার এই মেয়াদ এখন নবায়ন হয়ে আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে। এবার নতুন একটি অধ্যায় নিয়ে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের কাছে উপস্থিত হচ্ছেন তিনি।...