বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান আরও বলেন, ‘অতীতে রাজনৈতিক দলগুলোর একগুঁয়েমি ও অদূরদর্শিতার খেসারত দিতে হয়েছে ব্যবসায়ী সমাজসহ দেশের আপামর জনগণকে। ভবিষ্যতে আমরা আর সে ধরনের পরিস্থিতি দেখতে চাই না। যথাসময়ে নির্বাচন না হলে দেশ আবারও চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হবে।’নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন বিজিএমইএর জেনারেল বডির মেম্বার ও সংগঠনটির আরবিটেশনের (সালিশি বোর্ড) সদ্য বিদায়ী চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অনেক বিনিয়োগকারী সিদ্ধান্তহীনতায় আছেন। তারা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছেন। যদি আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন না হয় বা নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে, তাহলে এই সংকট আরও বৃদ্ধি পাবে, অর্থনীতি আরও সংকটজনক পরিস্থিতিতে পড়বে।’এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন,...