কক্সবাজার শহরের আলোচিত এক নারী আওয়ামী লীগ নেত্রীকে ‘রাজনৈতিক আশ্রয়’ ও ‘পুলিশি হয়রানি’ থেকে রক্ষার আশ্বাস দিয়ে পবিত্র কোরআন শরীফ মাথায় শপথ করে নগদ দুই লাখ টাকা চাঁদা নিয়েছেন স্থানীয় বিএনপির এক নেতা। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার মূল হোতা হিসেবে উঠে এসেছে শহর বিএনপির ১ নম্বর ওয়ার্ড (পূর্ব শাখা)-এর সাধারণ সম্পাদক নুর উদ্দিন এর নাম। ভুক্তভোগী রোজিনা আক্তার নামের এক নারী নেত্রীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনা জানাজানি হয়। ঘটনাটি ঘটে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় রোজিনা আক্তারের নিজ বাড়িতে। সেখানে গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, নুর উদ্দিন নিজ হাতে একটি কোরআন শরীফ নিয়ে মাথার ওপর রাখেন এবং বলেন, তিনি রোজিনাকে রাজনৈতিক ও আইনগত সহায়তা দেবেন, তাকে কোনো প্রকার হয়রানি হতে দেবেন...