আইন ও নীতি করে এ দেশে দুর্নীতি হয়েছে এমন মন্তব্য করে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিগত সরকারের আমলে দুর্নীতি করার জন্যই বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নানা কৌশলে আটঘাট বেঁধে যে দুর্নীতি হয়েছে, সেই কাঠামো আমরা ভেঙে দিয়েছি।’ তিনি বলেন, ‘মুখে যাই বলি, আমরা আসলে সবাই দুর্নীতি চাই। রাজনীতিবিদের অনেকেই আমার কাছে বলেন, ১৬ বছর কিছু করিনি, একটু সুযোগ দিন। তাদের আমি কীভাবে সুযোগ দেব? আমরা তো প্রতিযোগিতার মাধ্যমে সবার জন্য ব্যবসা উন্মুক্ত করে দিয়েছি।’ দেশে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির জন্য আমলাতন্ত্রকে আরেকটি বড় সমস্যা হিসেবেও চিহ্নিত করেন সরকারের সাবেক এই আমলা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দেশের সার্বিক নিরাপত্তা, দুর্নীতি ও জ¦ালানি নিয়ে ওই...