নির্বাচন কমিশনের (ইসি) দুটি আইন ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি আইন সংশোধনের প্রস্তাবে সায় দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধনীর খসড়া অনুমোদন হয়েছে। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, সরকার নির্বাচন কমিশন বিশেষ বিধান-১৯৯১-এর সংস্কারের জন্য অনুমোদন দিয়েছে, যেখানে অবহেলাকারীদের জন্য জবাবদিহি ও শাস্তির বিধান রাখা হয়েছে। নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যারা দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব সংশোধনের কারণে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে। খুব দ্রুত তারা অনেক পদক্ষেপ নিতে পারবেন। নির্বাচনকালে যারা দায়িত্ব পালন করেন, তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা এবং...