গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ। স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে অন্তর্কোন্দল ও সহিংসতায় জড়িয়ে পড়ে অনেকে। অন্তর্কোন্দল দিন দিন বেড়েই চলছে। দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর পরও থামানো যাচ্ছে না। এতে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। গতকাল বৃহস্পতিবারও নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নরসিংদীর ঘটনাসহ সারা দেশে নিজেদের মধ্যে সহিংসতায় অর্ধশতাধিক নেতাকর্মী নিহত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দেশ রূপান্তরকে গতকাল বলেন, ‘বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদের জায়গা নেই। যে-ই অপকর্মে জড়িত হবে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি।’ তিনি বলেন, নরসিংদীর ঘটনায়...