আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতিতে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (জিওপি) ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একীভূত হয়ে এক দলে পরিণত হওয়া নিয়ে আলোচনা চলছে।একই সঙ্গে একীভূত দলের সঙ্গে এবি পার্টি, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশের জোট গঠনের পরিকল্পনা রয়েছে। এদিকে একীভূত এবং জোট গঠন নিয়ে একাধিবার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে সূত্র জানালেও, এ ব্যাপারে কোনো দলের নেতারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।গণঅধিকার পরিষদের নেতাদের কেউ কেউ বলছেন, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এনসিপির এক নেতা জানান, ‘একীভূত হওয়ার আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এমনকি গণঅধিকার পরিষদ থেকে কোনো প্রস্তাবনাও আসেনি। তবে বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করার চিন্তা রয়েছে।’দেশে...