গরিবের জন্য বরাদ্দ চাল পচা! খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত চাল পচা ও খাবার অনুপযোগী অবস্থায় নিয়ে যাওয়ার সময় রৌমারীতে জনতা দুইটি কাঁকড়া গাড়ি (মিনি ট্রাক্টর) আটক করে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাদ্যগুদাম থেকে চাল বের করার সময় জনতা সন্দেহ করে গাড়ি দুটি থামায়। পরে ট্রাক খুলে দেখা যায়, চালগুলোতে পঁচা গন্ধ, দানা নষ্ট, এবং খাওয়ার অনুপযোগী অবস্থা। উত্তেজিত জনতা চালসহ গাড়ি আটক করে প্রশাসনকে খবর দেয়।স্থানীয় এক নারী উপকারভোগী বলেন, “আমরা ১৫ টাকা দিয়ে চাল নিই, কিন্তু এই চাল তো পশুও খাবে না। গরিবের সঙ্গে এতো বড় অন্যায়!”একই অভিযোগ করেন সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “এটি নিছক অনিয়ম নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি ছিনিমিনি খেলা। যারা এই চাল সরবরাহ করছে, তারা গরিব মানুষকে মৃত্যুর মুখে...