ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র ফোরামের নবগঠিত আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য ঘোষিত এই কমিটি ঢাকায় অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে।১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রিফাত রহমান (ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ) এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহিদ হাসান (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ)।সভাপতি রিফাত রহমান প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ দায়িত্ব আমি একটি আমানত হিসেবে বিবেচনা করি। লক্ষ্মীপুর জেলার মেধাবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ে সোচ্চার হওয়া এবং সমাজ উন্নয়নে অবদান রাখাই হবে আমাদের মূল লক্ষ্য।সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, আমি বিশ্বাস করি, ছাত্র ফোরাম ঢাকায় অবস্থানরত লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের জন্য একটি পরিবারস্বরূপ। প্রত্যেক সদস্যই আমাদের...