ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে সনাতন ধর্মের অবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়। এদিন বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম। জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট বাসুদেব গুহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঞা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা...