বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারেক রহমান শুধু একজন ব্যক্তিত্ব নন এখন একটি বৃহৎ প্রতিষ্ঠানের নাম। যার নেতৃত্বের উপর গবেষণা চলছে দেশের সীমান্ত পেরিয়ে বিশ্ব রাজনীতিতে। জীবন্ত কিংবদন্তি এই মহানায়ক এখনো দেশের প্রধানমন্ত্রী মনোনীত হননি; দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে আছেন। ক্ষমতার কেন্দ্রে না থেকেও তাঁর ছায়ায় যেন বেঁচে আছে বাংলাদেশের বর্তমান স্বাধীনতা, ভবিষ্যৎ গণতন্ত্রে পুনঃ প্রতিষ্ঠা, জনগণের অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে বাংলাদেশের মাটি ও মানুষ যেমন উন্নয়ন ও জীবনের স্বপ্ন গেঁথেছিল ঠিক তেমনিভাবে তারেক রহমানকে ঘিরে বাংলাদেশ তার স্বপ্ন আবারো বুনেছে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ ১৭ বছরের কলঙ্কময় স্বৈরশাসন থেকে মুক্তির সংগ্রামে যিনি নেতৃত্ব প্রদান করেছেন তিনিই তারেক রহমান। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্থিতাবস্থা বজায়...