পূর্ব দিক থেকে আসা একটি ড্রোন স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনটি শহরের হোটেল জোন এলাকায় পড়ে। খবর আল জাজিরার। এটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সর্বশেষ হামলা বলেই ধারণা করা হচ্ছে। ইসরায়েল একাধিকবার ইয়েমেনের ভেতরে বিমান হামলা চালিয়েছে। গত ৯ সেপ্টেম্বর কাতারে বোমা বর্ষণের পর থেকে ইসরায়েল ইয়েমেনে হামলা আরও বাড়িয়ে দেয়। এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়। ড্রোন হামলার আগে মঙ্গলবার ইয়েমেনের হোদেইদা বন্দরে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। আগস্টের শেষ দিকে ইসরায়েলি বিমান হামলায় রাজধানী সানার হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়িও নিহত হন। হুতিদের দাবি, গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জওফ প্রদেশে অন্তত ৪০...