নিত্যপণ্যের দৈনন্দিন দাম জানতে ‘বাজারদর’ নামে নতুন একটি অ্যাপ চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অ্যাপটির মাধ্যমে শতাধিক পণ্যের দাম প্রতিদিন হালনাগাদ করে ব্যবহারকারীদের সহজে জানানো হবে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রচারণায় ভিডিও বার্তায় অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘প্রতিদিন বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক দাম জানার ক্ষেত্রে যদি দ্বিধা থাকে, তা আর থাকবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপ। গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করে প্রতিদিনের বাজারদর জানতে পারবেন এবং সচেতন হবেন।’ অ্যাপে ‘খাদ্যসামগ্রী’ ও ‘অন্যান্য’ নামে দুটি বিভাগ রয়েছে। ‘খাদ্যসামগ্রী’ বিভাগে চাল, আটা/ময়দা, ভোজ্যতেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ ও মাংস, দুধ, ডিম, শাকসবজি এবং ফলের দাম প্রতিদিন হালনাগাদ করা হবে। চালের ক্ষেত্রে পাঁচটি ধরন—সরু (নাজির/মিনিকেট), মাঝারি...