১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ এএম প্রথমবার বার্সালোনার হয়ে জালের দেখা পাওয়ার রাতটি স্মরণীয় হয়ে থাকার কথা মার্কাস র্যাশফোর্ডের।এই ইংলিশ তারকার জোড়া গোলেই চ্যাম্পিয়নস লীগ জয় দিয়ে শুরু করেছে বার্সালোনা। সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজের দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন র্যাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন। চোটে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। স্বাগতিকদের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল তিনটি গোলই হয়েছে বিরতির পর। ৫৮ মিনিটে ডান প্রান্ত থেকে জুলস কুন্দের ক্রস পান রাশফোর্ড। বক্সের ভেতরে পোস্ট থেকে বেশ দূরেই দাঁড়িয়ে ছিলেন। কিন্তু বুলেট...