তিন দিনের যুক্তরাজ্য সফরে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সফরের শুরুতে কিছু টানাপোড়েন থাকলেও দুই নেতা এক কণ্ঠে ঘোষণা করেন, দুই দেশের সম্পর্ক “অটুট ও অগ্রাধিকারপ্রাপ্ত”। স্টারমার যুক্তরাষ্ট্রকে বর্ণনা করেন যুক্তরাজ্যের “প্রথম অংশীদার” হিসেবে। তিনি জানান, বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে। অন্যদিকে ট্রাম্পও ব্রিটিশ আতিথেয়তার প্রশংসা করে বলেন, লন্ডন-ওয়াশিংটন সম্পর্ক আগের মতোই দৃঢ়। তবে বিভিন্ন বিষয়ে দুই নেতার অবস্থান ভিন্নভাবে ধরা পড়েছে। খবর আল জাজিরার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ভেবেছিলাম প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এ সংঘাত সমাধানে কাজে আসবে। কিন্তু বাস্তবে আমি “হতাশ” হয়েছি। স্টারমার জানান, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনকে সহায়তায় একাধিক উদ্যোগ নিয়েছে এবং পশ্চিমা...