১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ এএম শ্রীলঙ্কার কল্যাণে অনিশ্চয়তা কাটিয়ে এশিয়া কাপের সুপারে ফোরের টিকিট পেল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হলো টি-টোয়েন্টি সংস্করণের আসরে লিটন দাসের দলের যাত্রা দীর্ঘ হচ্ছে। চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সুপার ফোরের লাইনআপ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশ দলের সুপার ফোরও। ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে চলে গেছে ভারত এবং পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের টিকিট কেটেছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে লড়বে দুই দল। লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট ভারত। পরের দিনই ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের...