আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার করছে বলে দাবি করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেছেন, ‘এখনো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ দেশের প্রতিটি পূজামণ্ডপের কাজ চলছে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ পূজামণ্ডপ ঘিরে নানা অপপ্রচার চালাচ্ছে। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে।’বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় র্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতিতে র্যাবের কর্মকাণ্ড ও দিকনির্দেশনা বিষয়ক একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে র্যাবের যে কর্মকাণ্ড, সেগুলো এখন আর নেই। এখন র্যাবের কর্মকাণ্ড নিয়ে সবাই প্রশংসা করে।এখন তারা খুবই ভালোভাবে কাজ করে যাচ্ছে। তাদের পারফরম্যান্স অনেক ভালো। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, অস্ত্র উদ্ধারসহ বর্তমানে তারা অনেক ভালো কাজ করছে।’আরেক প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের দেশে...