সুন্দরবনের জলদস্যুদের তথ্য দিলে নাম পরিচয় গোপন রেখে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাবুরা ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি অনলাইন জুয়াড়ীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ, এলাকার কোন কোন শিক্ষক স্কুলে আসে না এবং কোন কোন শিক্ষার্থী স্কুলে যায় না তাদের তালিকার করার নির্দেশ দেন। সভায় আরো উপস্থিত ছিলেন দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার হাফিজুর রহমান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান...