আবারও রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে,...