ইংল্যান্ডে ফেরার উপলক্ষটা স্মরণীয় করে রাখলেন মার্কাস র্যাশফোর্ড। বার্সেলোনার জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার ম্যাচে দুর্দান্ত দুটি গোল করলেন ইংলিশ তারকা। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করল হান্সি ফ্লিকের দল। সেন্ট জেমস পার্কে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জিতেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। নিজের দুটি গোলই দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে করেন র্যাশফোর্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান কমান অ্যান্টোনি গর্ডন। চোটে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে প্রায় ৬৫ শতাংশ পজেশন রেখে গোলের জন্য ১৯টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। স্বাগতিকদের ১০ শটের ছয়টি লক্ষ্যে ছিল। আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে ম্যাচের শুরু থেকে। প্রথম সুযোগ নিউক্যাসল পায় নবম মিনিটে। হার্ভে বার্নসের শট ঠেকিয়ে দেন হোয়ান গার্সিয়া। ২৪তম মিনিটে বার্নসের আরেকটি শট দারুণ নৈপুণ্যে...