জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন তিনি।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে খেলাফত মজলিস মহাসচিব এ দাবি জানান।আহমদ আবদুল কাদের বলেন, ‘জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছিল ফ্যাসিবাদীদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করার জন্য।কিন্তু আমরা দেখলাম সংস্কারের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো সাধিত হয়নি।’তিনি বলেন, ‘সংস্কার যদি পূর্ণাঙ্গ না করা যায় তাহলে নির্বাচিত হয়ে ক্ষমতায় যারা আসবে, তারা এসব বিষয়টি যথাযথভাবে বাস্তবায়ন...