ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩২টি স্টল নিয়ে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়। তিন দিনের এই মেলায় ১২ লাখ ৮ হাজার ৬৭০ টাকার বিক্রি হয়েছে। এ বিষয়ে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) তত্ত্বাবধান ও সম্প্রসারণ নির্বাহী মো. মোজাহিদুল ইসলাম বলেন, ‘তিন দিনের মেলায় ১২ লাখ টাকার বিক্রি হয়েছে। আমরা ক্রেতাদের মোটামুটি সাড়া পেয়েছি। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন করা হবে।’ মেলায় ঘুরতে আসা আইনজীবী রাজিয়া সুলতানা মনি বলেন, ‘আদালতে এসে শুনলাম ডিসি অফিসের সামনে পাটপণ্যের মেলা হচ্ছে। ঘুরাঘুরি করে পছন্দের তিনটি ব্যাগ কিনেছি। এ ধরনের মেলা নিয়মিত আয়োজন করার আহবান জানাচ্ছি।’ আইনজীবী ইশরাত জাহান বলেন, ‘আদালত এলাকায় প্রথম বারের মতো পাটপণ্যের মেলা হচ্ছে। পাটপণ্য দেশীয় পণ্য।...