দুদক জানায়, এর আগেও এমন প্রতারণার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নতুন কৌশলে প্রতারণার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে।আরও পড়ুনআরও পড়ুনভোজ্যতেলের দাম আরও বাড়াতে চায় কোম্পানি কমিশন সতর্ক করে জানিয়েছে, কোনো দুদক কর্মকর্তা ফোনে টাকা চাইবে না। এ ধরনের প্রতারণামূলক ফোনকল, বার্তা বা অন্য কোনো যোগাযোগের মুখোমুখি হলে তা সঙ্গে সঙ্গে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬–এ জানানোর অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব মো. সাইফুল ইসলামের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটেছে। প্রতারকরা সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি, এমনকি সাবেক সচিবদের ফোন...