প্রায় দুই বছর ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে আছেন নেইমার জুনিয়র। চোটের কারণে কার্লো আনচেলত্তির ডাকা দুইবারের স্কোয়াডে তার জায়গা মেলেনি। নেইমার আবার কবে ব্রাজিলের জার্সি গায়ে জড়াবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে সাবেক সেলেসাও কিংবদন্তিরা নেইমারকে নিয়ে উচ্চাশা প্রকাশ করতে ছাড়েন না। ২০২৬ সালের বিশ্বকাপে তিনি ব্রাজিলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী রোনালদো নাজারিও। ইতিহাসের অন্যতম সেরা এই নম্বর নাইন বলেন, ‘ব্রাজিলের যেসব খেলোয়াড় আছে তারা খেলার উপযোগী থাকলে যেকোনো কিছু অর্জন করা সম্ভব। আমার বিশ্বাস নেইমারও (খেলতে) পারবে, বিশ্বকাপে সে হতে পারে গুরুত্বপূর্ণ তারকা। প্রত্যেকেই তাকে শতভাগ ফিট দেখতে চায়। (কার্লো) আনচেলত্তিও এটাই চান এবং একই চাওয়া নেইমারেরও। আমি দেখেছি ব্রাজিল দলকে বিশ্বকাপে সহায়তা করতে তীব্র আকাঙ্ক্ষা রয়েছে তার।’আরও পড়ুনআরও পড়ুন‘এটাই রিয়াল মাদ্রিদের ডিএনএ’— জোড়া পেনাল্টিতে দলকে...